সহযোগী সদস্য ফরম সহযোগী সদস্য নির্দেশনা শর্ত ও নিয়মাবলি : ১. নূন্যতম ১৮ (আঠারো) বছর বয়সী বাংলাদেশ বা বিশ্বের যেকোনো দেশের নাগরিক শর্তসাপেক্ষে এই প্রতিষ্ঠানের সহযোগী সদস্য হতে পারবেন। ২. আবেদন ফর্মে প্রদত্ত তথ্য সত্য হতে হবে। আবেদন পত্রের সাথে ৪ কপি পাসর্পোট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট-এর ফটোকপি প্রদান করতে হবে। জাতীয় পরিচয় পত্র না থাকলে কমিশনার/ ইউ.পি চেয়ারম্যন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ পত্র প্রদান করতে হবে। ৩. সহযোগী সদস্যকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এবং কুরআন রিসার্চ ফাউন্ডেশনের গবেষণা, দাওয়াহ, সমাজকল্যাণসহ সার্বিক কার্যক্রমে সহযোগিতা অব্যহত রাখতে হবে। ৪. সহযোগী সদস্য পদ গ্রহণের জন্য কুরআন রিসার্চ ফাউন্ডেশনের অনুকূলে কোনো অর্থ প্রদান করতে হবে না, তবে ইচ্ছে করলে মাসিক বা এককালীন যে কোনো পরিমাণ টাকা প্রদান করতে পারবেন। এই অর্থ শুধুমাত্র কুরআন রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবহার করা হবে। যেহেতু কুরআন রিসার্চ ফাউন্ডেশন একটি অলাভজনক গবেষণা এবং মানবকল্যাণমুখী প্রতিষ্ঠান সেহেতু, উক্ত প্রদানকৃত অর্থের বিপরীতে কোনো আর্থিক সুবিধা প্রদান করা হবে না। প্রদানকৃত অর্থ অফেরতযোগ্য এবং দাতা কোনো আর্থিক সুবিধা দাবি করতে পারবেন না। আল্লাহই উত্তম প্রতিদান প্রদান করবেন- ইনশা’আল্লাহ ৫. প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহযোগী সদস্যদের নিয়ে বিভিন্ন সময় আলোচনা সভা, সেমিনার, সিম্পোজিয়ামসহ বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করা হবে, ইনশা’আল্লাহ। ৬. সহযোগী সদস্যকে তার সদস্য পদের বিপরীতে একটি সনদ প্রদান করা হবে। ৭. সহযোগী সদস্যকে দেশ প্রেমে উজ্জীবিত হতে হবে এবং কোনো কারণে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে জড়িত হলে এর দ্বায়-দায়িত্ব কুরআন রিসার্চ ফাউন্ডেশন গ্রহণ করবে না। ৮. সহযোগী সদস্য সনদ যথাযথভাবে সংরক্ষণ করবেন। কোনো কারণে হারিয়ে গেলে বা নষ্ট হলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবগত করে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ডুপ্লিকেট কপি গ্রহণ করতে হবে। ৯. সহযোগী সদস্যের ঠিকানা/ টেলিফোন নম্বর পরিবর্তন হলে তা লিখিতভাবে তাৎক্ষণিক জানাতে হবে। আবেদন ফরম বরাবরচেয়ারম্যান কুরআন রিসার্চ ফাউন্ডেশনজনাব, আস্সালামু আলাইকুম। আমি কুরআন রিসার্চ ফাউন্ডেশনের সহযোগী সদস্য হতে আগ্রহী। আমি কুরআন রিসার্চ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট থাকবো এবং কুরআন রিসার্চ ফাউন্ডেশনের গবেষণা, দাওয়াহ, সমাজকল্যাণসহ সার্বিক কার্যক্রমে সহযোগিতা করতে স্বেচ্ছায়, স্বজ্ঞানে সম্মত আছি। আমার ব্যক্তিগত তথ্যাদি নিম্নে প্রদান করা হলো -নাম *ইংরেজীতেপিতার নাম *ইংরেজীতেমাতার নাম *ইংরেজীতেস্বামী / স্ত্রীর নামইংরেজীতেস্থায়ী ঠিকানাবর্তমান ঠিকানা *জন্ম তারিখজাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট নং *পেশাপদবিপ্রতিষ্ঠানফোন *জরুরি যোগাযোগই-মেইলআপনার ছবি আপলোড করুনChoose FileNo file chosenDelete uploaded fileস্বাক্ষর যদি থাকে -আপলোড করুনChoose FileNo file chosenDelete uploaded fileটাকা (মাসিক)টাকা (এককালীন)অতএব উপরোক্ত তথ্য বিবেচনা করে আমাকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ‘সহযোগী সদস্য ’ হিসাবে গ্রহণ করার জন্য আবেদন করছি।Submit